1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

সুরভীর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে ফুল দিয়ে বরণ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
সামাজিক সংগঠন সুরভীর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়িকে ইকবাল মান্দ বানুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

ছিন্নমূল শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভীর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি, নৌ-বাহিনীর সাবেক প্রধান ও সাবেক কৃষিমন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী ইকবাল মান্দ বানু ১৯৮৯ সালে এটি প্রতিষ্ঠা করেন। সৈয়দা ইকবাল মান্দ বানু একাধারে একজন সমাজসেবক, লেখক, কবি, গীতিকার, চিত্রশিল্পী, পিয়ানোবাদক এবং সর্বপরি একজন কোমল মনের মানুষ। তার অনুপ্রেরণায় বিগত ৪৬ বছর ধরে সুরভীর ছায়াতলে এবং তার মমতাময়ী মায়ায় লাখ লাখ শিশুকিশোর জ্ঞানের আলোয় বিকশিত হয়ে জগৎভারে নিজেকে গড়ে তুলেছেন। আজ শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচীর অংশ হিসাবে কোরআন তিলাওয়াত, তরজমা, উপস্থাপনা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যে তারা প্রান্তবন্ত অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানের প্রতিষ্ঠাতার উপস্থিতি অংশগ্রহণকারী শিশুদের উদ্দীপনা যুগিয়েছে। সুরভী একটি বিশ্বাস, যা ছাত্রছাত্রীদের জ্ঞান ধর্মে-মর্মে বিকশিত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার বক্তব্য, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আরও বেশি অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার উৎসাহ দেয়। নির্বাহী পরিচালক আবু তাহের অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews