বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেছেন,আমাদের কৃষকদলের ভাইয়েরা অত্যন্ত কষ্টে আছে। তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কৃষিকার্ড পায়নি, সরকারি কোনো সুযোগ-সুবিধা পায়নি। অথচ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। কৃষক ভাইয়েরা যদি ফসল উৎপাদন না করে তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আমাদের দেশের মূল চালিকা শক্তি হলো কৃষক। কৃষকদের ভাগ্যের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না। তিনি আরো বলেন জিয়াউর রহমান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়েছিলেন। যেন ফসল উৎপাদনে কোনো অসুবিধা সৃষ্টি না হয়। আজ বিকেলে সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদল আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোনাতলা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষকদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন, অ্যাড. ছানাউল হক সায়েম,আবু বকর সিদ্দিক,জেলা কৃষকদল নেতা বকুল সরকার,বদিউজ্জামান,এনামুল হক,সাইফুল ইসলাম আকন্দ,ফরিদুল হাসান বাবু,সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা ও পাকুল্লা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মানিক কাজী প্রমুখ। সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি শাহজাহান আলী,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা আকন্দ,৪নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক শাহ আলম,পাকুল্লা ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহিদুল ইসলাম সরকার,দিগদাইড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও জোড়গাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি (পল্লী চিকিৎসক) মোঃ শফিকুল ইসলাম-সহ বিভিন্ন এলাকার অনেক নর-নারী সমাবেশে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়ার সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট