বগুড়ায় বিপুল হত্যা মামলার অন্যতম আসামী জুম্মান কসাইকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২ এর একটি দল।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর ২০২৪ সালে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড়স্থ সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার মোঃ বিপুল মিয়া (৪২), পিতাঃ মোঃ আব্দুল মজিদ, সাং শালমারা মিরারপাড়া, থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্ধাকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো চাকু দিয়ে নির্মমভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে হোটেলের স্টাফ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত হওয়ার ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসারত অবস্থায় ভিকটিম মারা যায়। আজ শনিবার র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া শহরের চকজাদু রোড, ১নং রেলগেট সেলিম হোটেল এর সামনে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বিপুল হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মোঃ জুম্মান কসাই (৪১) গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামি হলেন, বগুড়া শহরের ৪ নং ওয়ার্ড চক সূত্রাপুর (চামড়া গুদাম) কসাই পাড়ার পিতা মোঃ সোহরাব কসাইয়ের পুত্র জুম্মান কসাই।