সোনাতলায় ১১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গত শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত কাসেম মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম আবু তালেব (৫২) দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছে। গত রাতে থানার ওসি মিলাদুন নবীর নির্দেশে এসআই শিমুল কুমার দাস কয়েকজন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা-সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরদিন রোববার তাকে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট