1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জগন্নাথপুর: দুর্নীতি করায় বেতন বন্ধ থাকা অধ্যক্ষ মঈনুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা মাউশির উত্তরণ পাবনা’র আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন ৪০০ মিলিয়ন ডলারের মামলায় জড়াল টেলর সুইফটের নাম শেরপুরে নারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগ ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে মহাখালীতে চালু হলো ‘হিট স্ট্রোক সেন্টার’, চিকিৎসা মিলবে বিনামূল্যে বেনজীরের স্ত্রীর দুবাইয়ের দুই ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের বিচিত্র সব নদীর নাম

জগন্নাথপুর: দুর্নীতি করায় বেতন বন্ধ থাকা অধ্যক্ষ মঈনুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বেতন-ভাতা (এমপিও) বন্ধ হওয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো: মঈনুল ইসলাম পারভেজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীকে তদন্ত কর্মকর্তা মনোনীত করা হয়েছে।

শনিবার (১৭ মে) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তদন্তের চিঠি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন।

তদন্তের চিঠিতে বলা হয়, “হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসা, উপজেলা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ এর অধ্যক্ষ জনাব মাঈনুল ইসলাম পারভেজ (ইনডেক্স-S320858) এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্তের জন্য জনাব মোহাম্মদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কে মনোনয়ন প্রদান করা হলো। তদন্তপূর্বক প্রতিবেদন নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল । তদন্ত কমিটির সদস্য বিধি মোতাবেক টি.এ, ডি.এ প্রাপ্য হবে”।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে উক্ত মাদ্রাসা সংলগ্ন বাংলাদেশী বংশোদ্ভূত লন্ডন প্রবাসী মোঃ আলী আক্কাস ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফি এবং লন্ডন প্রবাসী কর্তৃক আর্থিক অনুদানসহ যাবতীয় আয় ও ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে শিক্ষা মন্ত্রণালয়ের কোন নির্দেশনা প্রতিপালন না করে নিজস্ব উপায়ে অতি গোপনে মাদ্রাসার আয়-ব্যয় পরিচালনা করা (গভর্নিং বডির যোগসাজশে অধ্যক্ষ কর্তৃক) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার বিগত বছরগুলোর পরিপূর্ণ আর্থিক অডিট করে অর্থ আত্মসাৎ এবং আয় ও ব্যয়ের স্বচ্ছতার নীতিমালা ব্যত্যয় হলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান। আর এই অভিযোগের প্রেক্ষিতেই তদন্তের নির্দেশ দিয়ে চিঠি ইস্যু করে বিশ্ববিদ্যালয়টি।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশে করা তদন্তে প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ মো: মঈনুল ইসলাম পারভেজ (ইনডেক্স- S320858) এর এমপিও (মাসিক বেতন-ভাতা) স্থগিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews