বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট বগুড়া অফিসের উদ্যোগে আজ দুপুরে সোনাতলা পৌর অডিটোরিয়ামে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের উপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়। এতে সোনাতলার বিভিন্ন এলাকার ৮০ জন কিষাণ-কিষাণী অংশ নেন। এডাপটিভ ট্রায়ালে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট রংপুরের বুড়িরহাট ফার্মের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ শহিদুল আলম, বগুড়া অফিসের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাহমুদুল হাসান,সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,বিএনপি নেতা জহুরুল ইলাম শেফা মন্ডল ও যুবদল নেতা হারুন-অর-রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জনা খান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম মুন্সি,রুহুল আমিন রঞ্জু, পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু,স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম,মুক্তিযুদ্ধের প্রজন্মদল নেতা মোঃ রতন-সহ অনেকে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট