মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাশরুম চাষ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপি সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামের আলমগীর হোসেন রাঙ্গার বাড়ির উঠানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন কিষাণ-কিষাণী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ সাবিহা আক্তার সুরভী ও উপ-সহকারী কৃষি অফিসার শ্রী নয়ন চন্দ্র শীল-সহ অনেকে। এ সময় স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা মাশরুম চাষে উদ্বুদ্ধকরণ,মাশরুমের উপকারিতা ও পুষ্টিগুণ ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। এদিকে মাশরুমের উপকারীতা বিষয়ে ধারণা পেয়ে অনেকটা খুশি হয়েছেন বলে প্রশিক্ষার্ণীরা মনে করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট