1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

মায়ানমার থেকে রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘অনতিবিলম্বে’ দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।২০২৩ সালের আগস্ট মাসে মনোয়ার হোসেন মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পান। তিনি নেইপিডোতে সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন। ২০তম বিসিএসে ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন মনোয়ার।

সম্প্রতি মায়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এটি প্রকাশ্যে আসায় ক্ষিপ্ত হয় জান্তা সরকার । এ নিয়ে জেনারেল মিন অং লাইয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছিল।

এরপরই চলতি মাসের মাঝামাঝিতে মায়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

মায়ানমারের মতো গুরুত্বপূর্ণ স্থানের রাষ্ট্রদূতকে ফেরার নির্দেশ হঠাৎ কেন এলো জানতে চাইলে সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, একদিকে জান্তা, আরেক দিকে রাখাইন রাজ্যে আরাকান আর্মি। দুটিই ব্যালান্স করে পরিচালনা করতে চাইছে সরকার। জান্তার সঙ্গে কিছুটা টানাপোড়েনও চলছে।তিনি বলেন, কয়েক দিন আগেই দেশে করিডর ইস্যুতে এতকিছু ঘটে গেল। এখনো বিতর্ক কমছে না। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার বিষয়টি খুবই স্পর্শকাতর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews