1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

পর্নগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় কুরবান আলী (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ব্রাহ্মণকিত্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউর পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) ও (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোছা. শিরিন আক্তার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যশোর বাঘারপাড়া থানার বহরমপুরের আ. রহিমের ছেলে।শিরিন আক্তার জানান, গ্রেপ্তার আসামির কাছ থেকে একটি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, কুরবান আলী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে তার কোচিং সেন্টারে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী প্রস্তাব প্রত্যাখ্যান করলে কুরবান আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ভুক্তভোগীর ছবি ছবি ও ভিডিও সংগ্রহ করে তা সম্পাদনার মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে হোয়াটসঅ্যাপ এবং টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।কুরবান আলীকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করলে প্রথমে তিনি ভুক্তভোগীর কাছ থেকে মোট অঙ্কের অর্থ দাবি করেন। পরে ভুক্তভোগীকে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে নিরুপায় হয়ে ভুক্তভোগী এটিইউ এর ‘Inform ATU App’ এ অভিযোগ দেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই খুলনার বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করলে কুরবান আলীর বিরুদ্ধে একটি নিয়মিত পর্নগ্রাফি আইনে মামলা হয় এবং বটিয়াঘাটা থানার অধিযাচনপত্রের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কুরবান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews