1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা প্রবীন নাট্যকর্মী বাবলু খানের মৃত্যুঃ বিভিন্ন মহলের শোক পশ্চিম বঙ্গের কবি মনিকা রায়ের কবিতার ডায়েরি থেকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মতিন কাজীর চিকিৎসার খোঁজ নিলেন ভিপি সাইফুল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনাতলায় কৃষকদলের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত সোনাতলায় মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনাতলায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা সচিবালয় দিয়ে সরকারি অফিসে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু – পরিবেশ উপদেষ্টা

পায়ের ব্যথা যেসব রোগের লক্ষণ হতে পারে

লাইফ স্টাইল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

হাঁটতে গিয়ে গোড়ালিতে ব্যথা অনুভব, সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে টান অথবা ঘুমের মধ্যে পায়ের পেশিতে হঠাৎ টান পড়ে জেগে উঠছেন? এই ধরনের উপসর্গ অনেকেই অবহেলা করেন। ভাবেন, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পায়ের এই ব্যথা বা অস্বস্তির পেছনে লুকিয়ে থাকতে পারে বেশ কিছু জটিল রোগ। চলুন, জেনে নিই।

গোড়ালি ও পায়ের পাতার ব্যথা
সকালে ঘুম থেকে উঠে পা ফেলতেই গোড়ালিতে কষ্টকর ব্যথা? এই উপসর্গকে বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস। এটি পায়ের পাতার নিচের ‘প্ল্যান্টার ফাসিয়া’ নামক লিগামেন্টে প্রদাহ হলে দেখা যায়। অন্যদিকে, ইউরিক এসিড বেড়ে গেলে গাউট বা গেঁটে বাতের কারণে গোড়ালি বা আঙুল ফুলে যেতে পারে, দেখা দিতে পারে তীব্র ব্যথা।

কাফ মাসলের টান বা ক্র্যাম্প
রাতে বা ভোরে পায়ের পেছনের পেশিতে হঠাৎ টান? এটি সাধারণত পানির ঘাটতি (ডিহাইড্রেশন) ও পটাশিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হয়।

পায়ে অসাড়তা বা অনুভূতিহীন ক্ষত
ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পায়ে কড়া বা ক্ষত হলে অনেক সময়ে তা টেরই পাওয়া যায় না। কারণ, ডায়াবেটিক নিউরোপ্যাথি নামক স্নায়ুজনিত জটিলতায় পায়ে অনুভূতি কমে যায়। এই সমস্যা অবহেলা করলে পরিণতি হতে পারে গ্যাংগ্রিন পর্যন্ত।

হাঁটু ও গাঁটের ব্যথা
অস্টিওআর্থ্রাইটিস: বয়স বাড়লে বা হাঁটু বেশি ব্যবহারে কার্টিলেজ ক্ষয়ে গিয়ে হাঁটাচলা ও বসার সময় ব্যথা হতে পারে।

রিউমাটয়েড আর্থ্রাইটিস
এটি একটি অটোইমিউন রোগ, যেখানে শরীর নিজেই অস্থিসন্ধিকে আক্রমণ করে। ফলে একাধিক গাঁটে ব্যথা, ফোলাভাব দেখা দিতে পারে।

পায়ে ঘন ঘন ঝিঁঝিঁ ধরা বা অবশ ভাব
অনেকক্ষণ বসে থাকলে পায়ে ঝিঁঝিঁ ধরা স্বাভাবিক। কিন্তু যদি কোনও কারণ ছাড়াই বারবার এই সমস্যা হয়, তা হলে স্নায়ুর রোগ, ভিটামিন বি-১২ এর অভাব, থাইরয়েড সমস্যা, বা সায়াটিকা (কোমরের স্নায়ু চাপে পড়া) এর লক্ষণ হতে পারে।

পায়ের উপসর্গকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।কারণ এগুলো শুধু সাময়িক অস্বস্তি নয়, শরীরে চলা গভীর সমস্যার আগাম সংকেতও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews