1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

আইএসপিআর বলছে ৩১, সরকারি তথ্যে ২৯ নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গড়মিল দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে আজ বুধবার দুপুরে (বেলা ১১টা পর্যন্ত) ২৯ জন নিহতের তথ্য দেওয়া হয়েছে। অথচ প্রায় ২৪ ঘণ্টা পূর্বে (মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত) আইএসপিআর থেকে জানানো হয়েছিল এ দুর্ঘটনায় নিহত ৩১ জন।শুধু নিহত নয় আহতদের সংখ্যা নিয়েও সরকার এবং আইএসপিআরের দেওয়া তথ্যে অমিল রয়েছে।গতকাল আইএসপিআর ১৬৫ জন আহতের তথ্য জানিয়েছিল। এদিকে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ৬৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন।

মঙ্গলবার আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬, লুবনা জেনারেল হাসপাতালে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত আজকের তালিকা অনুযায়ী, নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫, লুবনা জেনারেল হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।দুটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইএসপিআর উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল যেটি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই। এ ছাড়া সিএমএইচে নিহতের সংখ্যা আইএসপিআর ১৬ জন জানালেও সরকার বলছে ১৫। লুবনা জেনারেল হাসপাতালে আইএসপিআর দুজন আর সরকার একজন নিহতের তথ্য দিয়েছে। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা আইএসপিআরের থেকে একজন বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews