শিক্ষাসচিবকে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, শিক্ষাসচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না।
এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে দেরি হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না।এটি একক সিদ্ধান্তে হয় না। এ জন্য দেরি হয়েছে। গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেওয়া হবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতায় পরীক্ষা স্থগিতের সেই ঘোষণা আসে সোমবার রাত ৩টার দিকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে অনেক পরে।
গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এর পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।পুলিশ লাঠিপেটা করে, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে। তবে আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। আহত হন অনেক শিক্ষার্থী।