হেনলি পাসপোর্ট সূচক তৈরি হয় বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে। প্রতিটি পাসপোর্ট দিয়ে ২২৭টি গন্তব্যে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা, ই-ট্রাভেল অথরিটি বা সরাসরি পারমিটে প্রবেশের সুযোগের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। প্রতিটি এমন গন্তব্যের জন্য পাসপোর্ট পায় এক পয়েন্ট।
তবে আগাম ই-ভিসা কিংবা পূর্ব অনুমতির প্রয়োজন হলে সেই গন্তব্যের জন্য কোনো পয়েন্ট বরাদ্দ হয় না। এই পদ্ধতিতে চূড়ান্ত র্যাঙ্কিং নির্ধারিত হয় এবং প্রতিবছর হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচক প্রকাশ করে। ২০২৫ সালের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। ১৮৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার দিয়ে দ্বিতীয় স্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তৃতীয় স্থানে রয়েছে যৌথভাবে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। পঞ্চম স্থানে গ্রিস, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড।
একসময় সূচকের শীর্ষে থাকা যুক্তরাজ্য (২০১৫) ও যুক্তরাষ্ট্র (২০১৪) এখন কিছুটা পিছিয়ে পড়েছে। বর্তমানে যুক্তরাজ্য আছে ৬ষ্ঠ স্থানে এবং যুক্তরাষ্ট্র ১০ম স্থানে।
এই বছরের সূচকে ভারত বড়সড় অগ্রগতি করেছে। মাত্র ছয় মাসে ৮ ধাপ এগিয়ে ৮৫তম স্থান থেকে উঠে এসেছে ৭৭তম স্থানে। সৌদি আরবও উল্লেখযোগ্য উন্নতি করেছে ভিসামুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে। সবচেয়ে নাটকীয় উন্নতি করেছে সংযুক্ত আরব আমিরাত। মাত্র এক দশকে ৪২তম স্থান থেকে উঠে এসেছে ৮ম স্থানে— এটাই একমাত্র দেশ, যারা শীর্ষ ১০-এ নতুন করে ঢুকেছে।
চীনও পিছিয়ে নেই। গত কয়েক বছরে তারা ৩৪ ধাপ এগিয়ে এসেছে ৬০তম স্থানে, যদিও ইউরোপের শেনজেন অঞ্চলে এখনো ভিসামুক্ত সুবিধা পায় না দেশটির পাসপোর্টধারীরা।

















