“সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার, আমাদের সবার দায়িত্ব” এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝিনাইদহ এর উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৫। সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০০০ চারা গাছ বিতরণ করা হবে। বৃক্ষ বিতরণ কর্মসূচির সার্বিক সহযোগিতা করছে “ওয়ান নাইন জিরোস ট্রি ফাউন্ডেশন”।
গতকাল ১৭ আগস্ট (রবিবার) কালীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি স্কুল এবং উপজেলার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়।
আজ ১৮ আগস্ট (সোমবার) কর্মসূচির দ্বিতীয় দিনে দক্ষিণবঙ্গের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের শিক্ষাপ্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় এবং মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা মনে করেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে এবং প্রকৃতি সংরক্ষণে তরুণ সমাজকে আরও উৎসাহিত করবে।
কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ূথ লিডার তোহিদুল ইসলাম বলেন, দ্বিতীয় দিন শেষে প্রায় ১৫০০ পিচ চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচিতে কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি ইয়ূথ লিডার ফাওজুর রহমান সাবিত, সিরাজুম মুনিরা, দ্বীপ সাহা, অর্নব, রাফিদ, জুবায়েদ, দিহান, মুন্না, মুহাইমিনু, তামিম, সামি, নিশান, স্বাদিকুন নাহার ও মৌটুসী সাহা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
তরুণ প্রজন্মের অংশগ্রহণে ভবিষ্যতেও পরিবেশ ও সমাজসেবামূলক কার্যক্রম হাতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট