গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বগড়া) সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালিয়ে সোনাতলা ভায়া মোকাকতলা সড়কের বালুয়া বাজার এলাকার আব্দুল বারী এর বাড়ির সামনে অবস্থানরত ওই চার মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১৮কেজি গাঁজা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। এরমধ্যে দুটি মোটরসাইকেল রেজিস্ট্রেশনবিহীন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেছে।
বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো-চর সোনায়কাজী গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (২৬), ধলার কুঠি গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে আমিনুল হক ওরফে হামিদুর (২২), কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মো. ইসমাইলের ছেলে দুদুল মিয়া (২৮), গাইবান্ধার সদরপুর পুরাতন ব্রিজ রোড এলাকার মো. আব্দুর জব্বার সরকারের ছেলে মেরুন সরকার (৩৩)