২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট ১০টি জলাশয়ে ৩৪৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরন উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রোকসানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল ও সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক-সহ অনেকে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট