1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিলেন ট্রাম্প শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি – পরিবেশ উপদেষ্টা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জনগণই মুখ্য ভূমিকা রাখবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ভাওয়াল জাতীয় উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আনুমানিক ৩ কোটি টাকার জমি উদ্ধার নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা মানুষ-হাতির সহাবস্থান নিশ্চিতে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেয়ার উদ্যোগ নেয়া হবে– পরিবেশ উপদেষ্টা সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে সারাদেশে সমন্বিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ০৪টি মোবাইল কোর্ট অভিযানে ০৯টি মামলার মাধ্যমে মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি চকবাজার এলাকায় একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিক এবং সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

অপরদিকে, বান্দরবান জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০১টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ০২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এসময় কয়েকটি যানবাহনের চালককে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া, ঢাকা মহানগরের নিকুঞ্জ এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রার অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ০১টি মোবাইল কোর্ট ০৫টি মামলার মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews