বগুড়ার সোনাতলা শাখা সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে গ্রাহকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের সোনাতলা শাখা ম্যানেজার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার জেসমিন আকতারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঋণ বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর। অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া নর্থ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সিদ্দিকী,এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জেসমিন সুলতানা,সোনাতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক,গ্রাহক আনিছুর ও জামাল উদ্দিন বুলু। ঐদিন ২০ জন গ্রাহকের মাঝে ১৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয় ও ২০ জনের কাছ থেকে আদায় হয় তিনলাখ টাকা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট