বগুড়ার সোনাতলায় এবার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৯টি মন্ডপে হিন্দু ধর্মাম্বলম্বীদের বড় উৎসর শ্বারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক হিসেবে এবার সোনাতলা পৌর সদরে রাম নারায়ন বিহানী কেন্দ্রীয় মন্দিরে,গড়চৈতন্যপুর কর্মকার পাড়ায়,কানুপুর মিস্ত্রিপাড়ায়,মাঝিপাড়ায়,শাহবাজপুর গ্রামে ও চমরপাছায় বাদ্যকর একটি করে মোট ৬টি মন্ডপ। সোনাতলা সদর ইউনিয়নে বিশ্বনাথপুর,চকনন্দন বারোয়ারি,সরকার বাড়ি,কাবিলপুর শীলপাড়া,নামাজখালী দক্ষিণপাড়া, উত্তরপাড়ায় একটি করে মোট ৬টি মন্ডপ। বালুয়া ইউনিয়নের ক্ষেতেশ্ব পুকুরপাড়,বালুয়াহাট সাহাবাড়ি,নগরপাড়া ও হারিয়াকান্দি সরকার বাড়িতে একটি করে মোট ৪টি মন্ডপ। দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া মহন্তবাড়ি,বাঁশহাটা পূর্বপাড়া,বাঁশহাটা পশ্চিমপাড়া,মহিচরণ উত্তরপাড়া,মহিচরণ দক্ষিণপাড়া,ফাজিলপুর,লোহাগাড়া,লোহাগাড়া উত্তরপাড়া,কাতলাহাড়,কর্পূর লক্ষ্মিনারায়নপাড়া,হারিয়াকান্দি মাঝিপাড়া ও বারঘরিয়ায় একটি করে মোট ১২টি মন্ডপ। পাকুল্লা ইউনিয়নে পূর্ব সুজাইতপুর,পাকুল্লা মৎস্যজীবীপাড়া ও পাকুল্লা ঘোষপাড়ায় একটি করে মোট ৩টি মন্ডপ। এছাড়া জোড়গাছা,মধুপুর ও তেকানী চুকাই নগর ইউনিয়নেও রয়েছে কয়েকটি করে পূজামন্ডপ।
এদিকে শ্বারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের জন্য সোনাতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট