বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহেদুল ইসলাম (৬০) নামে একব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সোনাতলা থানায় একটি এজাহার দায়ের হয়েছে। এজাহার সূত্রে জানা যায়,সোনাতলা উপজেলার রশিদপুর গ্রামের জাহিদুল ইসলামের সাথে পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার রাত সাড়ের ৮টার দিকে জাহিদুল ইসলামের বাড়ির ভিতর ঢোকে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সিয়াম হোসেন (২০) ও রুবেল হোসেনের ছেলে রিয়াদ হোসেন প্রিন্স (১৯)। এ দু’জন ধারালো কেচি,ছুরি ও লাঠি দিয়ে জাহিদুল ইসলামের মাথায়,কাধে ও বাহুতে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার দেন। এ সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে সিয়াম হোসেন ও রিয়াদ হোসেন প্রিন্সকে আটক ও একটি কেচি উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ করেন। আহত জাহিদুল ইসলাম ঘটনার রাতেই সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এ ব্যাপারে জাহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ শাহিনুর বেগম বাদী হয়ে সোনাতলা থানায় একটি এজাহার দায়ের করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট