কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা নিয়োগ বিধি সংশোধন,ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশন-সহ ছয়দফা দাবী বাস্তবায়নের দাবীতে শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী কামাল উদ্দিন,শহিদুল ইসলাম,রাবেয়া খাতুন,রুহি খাতুন,মেহেরুন্নেছা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোজাহিদুল ইসলাম,বায়েজিদ বোস্তামি,অনুপম,শাহাবুল ইসলাম ও স্বাস্থ্য পরিদর্শক হাসিব উদ্দিন-সহ অন্যরা। গত ১ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ছিল কর্মবিরতির চতুর্থ দিন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট