আজ রবিবার ০৫ অক্টোবর -২০২৫ ইং তারিখ বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, বোদা উপজেলা প্রশাসনের আয়োজন এবং গণসাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগিতায় ” শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি ” “Recasting Teaching as a Collaborative Profession” এই প্রতিপাদ্য বিষয় কে ঘিরে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব শিক্ষক দিবস। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বোদা পঞ্চগড় ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আইবুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোদা পঞ্চগড়। মোছা: মালেকা বেগম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, বোদা, পঞ্চগড়। মোছা: শেফালী বেগম, প্রধান শিক্ষক, মন্নাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়। মো: মাজেদুল ইসলাম, আকাশ, অধ্যাপক, আলোয়াখোয়া স্কুল এন্ড কলেজ ও সহসভাপতি , প্রেস ক্লাব, বোদা,পঞ্চগড়। সাইফুল ইসলাম সোহাগ, সভাপতি, শিক্ষক কর্মচারী ঐক্যজোট,বোদা,পঞ্চগড়। মো: আলতাফ হোসেন, অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) পাথরাজ সরকারি কলেজ, বোদা, পঞ্চগড়। শিশির আজাদ, প্রধান সমন্বয়কারী, এনসিপি, বোদা, পঞ্চগড়। আসাদুল্লাহ আসাদ, সাধারণ সম্পাদক, বোদা উপজেলা বিএনপি। মো: আব্দুল মান্নান, সভাপতি, বোদা উপজেলা বিএনপি এবং মো: নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, বোদা পঞ্চগড়।
উক্ত অনুষ্ঠানে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান হতে, পাঁচজন শিক্ষক মহোদয় কে গুণী শিক্ষক সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পাথরাজ সরকারি কলেজ, বোদা পঞ্চগড়। নারগিস পারভীন, সহকারী প্রধান শিক্ষক, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, বোদা পঞ্চগড়। মোঃ মোজাহীদুল ইসলাম, উপাধ্যক্ষ, মানিকপীর বেংহারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বোদা পঞ্চগড়। মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ৪ নং বড়ুয়াপাড়া (নূতনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোদা পঞ্চগড়। মোছাঃ নাজমুন নাহার প্রধান শিক্ষক ৪০নং আটিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বোদা, পঞ্চগড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ ইকবাল হোসেন প্রধান শিক্ষক তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদস্য উপজেলা শিক্ষা কমিটি। বোদা পঞ্চগড়।
র্যালি ও আলোচনা সভায়, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইয়ূথ, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।