জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এবং গণসাক্ষরতা অভিযানের সার্বিক সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় জেলা প্রশাসক সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের সহযোগিতায় ৫ অক্টোবর ২০২৫ তারিখে সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য হলো “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য Rally শুরু করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। Rally শেষে শহিদ, এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজগঞ্জ সদর, এলিজা সুলতান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপপরিচালক (মনিটরিং এন্ড ইভ্যালেশন বিভাগ) এনডিপি ও উক্ত প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
আলোচনা সভায় অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাজী আহম্মেদ আলী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী বক্তব্য পেশ করেন। দিবসে শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া এবং সম্মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষকদের পদ উন্নতি, বেসরকারী কথাটি বাদ দিয়ে এমপিও ভূক্ত বিদ্যালয় বলা এবং বেতন কাটামো সহ অন্যান্য ভাতা পরিবর্তন করার জন্য বক্তাগণ জোড় দাবি জানান। দিবসে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রভাষক, শিক্ষক মন্ডলী, বেসরকারী সংস্থার প্রতিনিধি বৃন্দ, এনডিপি শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষিকা বৃন্দ, স্কুল কলেজের ছাত্র/ ছাত্রী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ আরো অনেকে। দিবসটি যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। পরিশেষে প্রধান অতিথি সহ উপস্থিত সকলে এনডিপি ও গণসাক্ষরতা অভিযান এর বাস্তবায়িত আশা প্রজেক্টের কার্যক্রমের প্রশংসা করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট