বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ তাহেরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় হাইস্কুলের শ্রেণি কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোঃ জিয়াউল ইসলাম শান্তু। তিনি বিএনপি,কৃষকদল ও অঙ্গদল সম্পর্কে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক দেশের নানা উন্নয়নমুখী কর্মকান্ড তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মানজুদুর রহমান লানজু ও যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি। উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল নেতা প্রভাষক গোলাম রব্বানী,মমিনুল ইসলাম রুমেল,পৌর কৃষকদল নেতা প্রভাষক মোঃ আব্দুল মতিন, তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন ও মধুপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট