বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রৈমাসিক মা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
জানাগেছে, আজ ২০ নভেম্বর ২০২৫ ইং (বৃহস্পতিবার) দুপুর ২.৩০ টায় ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুল আলমের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মাসতুরা বেগম, সহকারি শিক্ষক নুর-ই-আফসা নীলিমা। এছাড়াও সমাবেশে উপস্থিত অভিভাবক মাদের মধ্য থেকে বক্তব্য রাখেন কাজলী বেগম, নাজমা বেগম, রুমা খাতুন, স্মৃতি প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মাহফুজুল আলম বলেন, আপনার সন্তান স্কুলে আমাদের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। এরপর অন্য সকল সময় আপনাদের নিকটই তারা থাকে। এ প্রেক্ষিতে আপনাদের মায়েদেরকেও নিজের সন্তানের শিক্ষার বিষয়ে একটা ভূমিকা রাখতে হবে। আমরা হয়তো একাডেমিক শিক্ষাটা পরিপূর্ণভাবে দিতে সর্বাত্মক চেষ্টা করতে পারবো। কিন্ত সামাজিক পারিবারিক শিক্ষাটা আপনাদের নিকট থেকেই আসতে হবে। মায়েদের ভূমিকা না থাকলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা অত্যান্ত দুরহ ব্যাপার। এ বিষয়ে তিনি উপস্থিত সকল মায়েদের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, প্রতি তিনমাস পরপর শিক্ষার্থীদের পড়া লেখার বিভিন্ন বিষয় সহ অভিভাবকদের সচেতন করতে এই মা সমাবেশের আয়োজন করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট