বগুড়ার সোনাতলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘দি গেøাবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’-এর ব্যবস্থাপনায় শনিবার (৬ ডিসেম্বর) সকাল-বিকেল দুই বেলায় বৃত্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলার ২৪টি প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির মোট একহাজার দুইশ’সাতাশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই,কেন্দ্র সচিব ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা খায়রুল আনাম,অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম,জাহাঙ্গীর আলম গুড্ মর্নিং কেজি স্কুলের পরিচালক রেজাউল করিম মানিক, অ্যাসোসিয়েশনের শিক্ষা সচিব ও হল সুপার আব্দুল হান্নান-সহ অনেকে পরীক্ষা পরিদর্শন করেন। সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু এ সময় উপস্থিত ছিলেন।

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট