সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার বরিশালে সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বরিশালের সিএফও আনোয়ার হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশালের উপপরিচালক জাহাঙ্গীর হোসাইন, বরিশালের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, গণসাক্ষরতা অভিযান ঢাকার উপ-কার্যক্রম ব্যবস্থাপক সামছুন নাহার বেগম কলি, গণসাক্ষরতা অভিযান ঢাকার কার্যক্রম কর্মকর্তা সিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সেইন্ট বাংলাদেশ বরিশালের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।
উক্ত মতবিনিময় সভায় আলোচনাপত্র উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যায়ন ও উপকূলীয় অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী এবং নাগরিক সমাজের অর্ধশতাধিক প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন এবং তাদের সুপারিশ তুলে ধরেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট