সোনাতলায় নাগরিক কমিটির সাথে দ্বাদশ জাতীয় নির্বাচনের বগুড়া ১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে ধারাবাহিক মত বিনিময় সভা শুরু হয়েছে।
আজ ২৫ ডিসেম্বর বিকাল ৩ টায় নাগরিক কমিটির আয়োজনে সোনাতলা ভোজনশালা রেস্টুরেন্টে “সোনাতলার উন্নয়নে আপনার ভাবনা আমাদের প্রত্যাশা” শীর্ষক মত বিনিময় সভার প্রথম দিন তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এন এম আবু জিহাদ শীপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিথি হিসেবে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এন এম আবু জিহাদ শীপন উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনাতলা নাগরিক কমিটি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে ধারাবাহিক মত বিনিময় সভার আজ ছিল প্রথম দিন।
সংসদ সদস্য পদপ্রার্থী আবু জিহাদ সোনাতলা উপজেলার উন্নয়নে তার ভাবনা বিষয়ে উপস্থিত সাংবাদিক এবং নাগরিক প্রতিনিধির সামনে তুলে ধরেন। সোনাতলার উন্নয়নে নাগরিক কমিটির ১৩ টি প্রশ্নের বিস্তারিত আলোচনায় তার প্রথম পদক্ষেপ হিসেব যুব সমাজকে জাতীয় সম্পদের পরিনত করার কথা উল্লেখ করেন।
এছাড়াও স্থানীয় জনগনকে সাথে নিয়ে মাদক নিমূলে কার্যকর ভুমিকা রাখবেন বলেও তিনি উল্লেখ করেন। চরঞ্চলের মানুষে দুঃখ দুর্দশা লাঘবে তার করনীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, দৈনিক করতোয়ার সোনাতলা প্রতিনিধি, মুকুল, সোনাতলা নাগরিক কমিটির সমন্বয়কারী নাট্যাভিনেতা সোহেল আহমেদ খান, মেহেরুল ইসলাম, প্রভাষক গোলাম রব্বানী, ব্যবসায়ী শফিউল্লাহ সফি, রাকিবুল ইসলাম রাকিব, সোহাগ, ওহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, ২০০৯ সাল থেকে সোনাতলা নাগরিক কমিটি সোনাতলার উন্নয়নে ১৩ দফা দাবী নিয়ে আন্দোলন করে যাচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট