1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১০ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

বগুড়ার ৭ আসনের ৫টিতে নৌকা জয়ী হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনের ৪টিতে আওয়ামী লীগ, ১টিতে জাতীয় পার্টি, ১টিতে ১৪ দলের জাসদ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারী ফলাফলে দেখা গেছে। রোববার সারাদিন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে মানুষ আসতে থাকে। বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে। বেসরকারী ফলাফলে দেখা যায়

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আওয়ামী লীগ মনোনীত সাহাদারা মান্নান নৌকা প্রতিকে ৫১,৪৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি তবলা প্রতিকে পেয়েছেন ৩৫,৬৮৪ ভোট।

বগুড়া ২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত শরিফুল ইসলাম জিন্নাহ লাঙ্গল প্রতিকে ৩৬,৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম ট্রাক প্রতিকে ৩৪,২০৩ ভোট পেয়েছেন।

বগুড়া ৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ্ আল মেহেদী ট্রাক প্রতিকে ৬৯,৭৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার কাঁচি প্রতিকে ২৩,৮১৫ ভোট পেয়েছেন।

বগুড়া ৪ (কাহালু – নন্দীগ্রাম) আসনে ১৪ দল সমর্থত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী রেজাউল করিম তানসেন নৌকা প্রতিকে ৪২,৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক ঈগল প্রতীক ৪০,৬১৮ ভোট পেয়েছেন।

বগুড়া ৫ (শেরপুর ধুনট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু নৌকা প্রতিকে ১,৯৮,১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মিনার প্রতিকে পেয়েছেন ৪,১০১ ভোট।

বগুড়া ৬ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা প্রতিকে ৫৩,২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকে ২২,৮৪০ ভোট পেয়েছেন।

বগুড়া ৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোস্তফা আলম নৌকা প্রতিকে ৯১,০২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এটিএম আমিনুল ইসলাম লাঙ্গল প্রতিক ৬,৮০১ ভোট পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews