1. fauzursabit135@gmail.com : S Sabit : S Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

বগুড়ায় সিপিবির স্বাধীনতা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
মহান স্বাধীনতা দিবসের ৫৩ তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটি যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করে। সকাল ০৭ টায় সাতমাথা টেম্পল রোডস্হ জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ০৮ টায় বগুড়া জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
সকাল ১০ ঘটিকায় সিপিবি বগুড়া জেলা কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১০.৩০ ঘটিকায় বগুড়া উদীচী কার্যালয়ে স্বাধীনতা দিবস’র আলোচনা সভা সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ’র সভাপতিত্বে ও অখিল পাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হরি শংকর সাহা, বীর মুক্তিযোদ্ধা জনাব বদিউল আলম পলক, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড এনামুল হক মুকুল, কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, নারী সেল আহবায়ক কমরেড ফারজানা আক্তার শাপলা, উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি আরিফুল হক খান রনিক, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় বাবুন, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি যুথি রাণী দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক বায়োজিদ রহমান প্রমূখ নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেছে কিন্তু স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য এখনো বাস্তবায়ন হয়নি।
সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, গণতন্ত্রহীনতা ও লুটপাটের বিরুদ্ধে এখনো লাগাতার সংগ্রাম পরিচালনা করে যেতে হচ্ছে।
স্বাধীন দেশে এখনো স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা হয় নি।
দেশের মানুষের অর্থ যারা বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে সরকার ব্যর্থ হয়েছে।
বক্তাগণ দেশের গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে স্বাধীনতার লক্ষ্য গণতন্ত্র ও সমাজতন্ত্র বিনির্মানের আন্দোলন জোরদার করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews