মামলার বিবরণে জানা যায়, গত ৯ মে সকাল ৮টার দিকে ওই ছাত্রী মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুর গাফফার ভুক্তভোগী ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মাদরাসা থেকে তাকে নিয়ে বের হন। এক পর্যায়ে মাদরাসার সামনে আসতেই ওই ছাত্রীর স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং কুপ্রস্তাব দেন।
পরে ওই ছাত্রী বিষয়টি বাড়িতে এসে অভিভাবকদের জানায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় ওই ছাত্রীর দাদা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন। এরপর ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, ভুক্তভোগী ছাত্রীর দাদা মামলা করলে ওই শিক্ষককে আটক করা হয়।
পরে জবানবন্দির জন্য আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।