1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

২৯ বছরে ৪ বিয়ে; প্রতারক আসিফ কারাগারে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
অভিযুক্ত আসিফ

বিয়ে করাই তার নেশা। প্রতারণার মাধ্যমে একের পর এক বিয়ে করে তালাক দেন। এ ভাবে ২৯ বছর বয়সে তিনি করেছেন ৪ বিয়ে। বিয়ে পাগল এই প্রতারকের নাম আসিফ ইকবাল। ঢাকা ব্যাংকের চট্টগ্রাম শাখায় এ্যাসিস্টেন্ট ক্যাশ অফিসার আসিফ সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আকরম আলীর ছেলে।

তৃতীয় স্ত্রীর করা যৌতুক মামলায় বুধবার বিকালে আসিফকে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান।

মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন আসিফ। পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা করলে সেই মামলায় কারাগারে যান তিনি। পরে ওই স্কুলছাত্রীকে বিয়ে করার শর্তে রক্ষা পান তিনি। বিয়ের কিছুদিন পর সেই মেয়েকে ডিভোর্স দিয়ে দেন আসিফ। এরপর বিভিন্ন নারীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২০ সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করেন তিনি। বিয়ের কিছুদিন পর চলতে থাকে পরকীয়া। ২০২১ সালের ২৬ জুলাই দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় তৃতীয়বার বিয়ে করেন ঝিনাইদহ শহরের বনানীপাড়ার ফাতেমা খাতুনকে। বিয়ের পর তৃতীয় স্ত্রীকে নিয়ে ঝিনাইদহে অবস্থান করেন প্রতারক আসিফ। তৃতীয় স্ত্রী ফাতেমা একাধিক বিয়ের খবরটি জেনে ফেলায় দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন আসিফ। ফাতেমাকে নিয়ে ঘর করতে থাকেন আসিফ। এ অবস্থায় আবারো পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। প্রতিবাদ করায় তৃতীয় স্ত্রী ফাতেমাকে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন নারীলোভী আসিফ। এক পর্যায়ে গত ফেব্রুয়ারী মাসে ফাতেমাকে ডিভোর্স দিয়ে উম্মে হাবীবা প্রান্তি নামে আরেক যুবতীকে চতুর্থ স্ত্রী হিসেবে ঘরে আনেন আসিফ। নিরুপায় হয়ে তৃতীয় স্ত্রী ফাতেমা খাতুন ঝিনাইদহের একটি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আসিফের তৃতীয় স্ত্রী ফাতেমা বৃহস্পতিবার বিকালে জানান, আসিফ একজন নারীলোভী, প্রতারক ও যৌতুক লোভী। দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় আমাকে বিয়ে করেছিলেন। আমার পর আরও এক মেয়েকে বিয়ে করেছে। তার নেশা বিয়ে করা। এমনকি চতুর্থ বিয়ের পরও ফেসবুকে পরিচয় আরেক নারীর সঙ্গে সম্পর্ক করেছে। শুনছি জেল থেকে বেরিয়ে তাকেও বিয়ে করবে। তিনি নারীলোভী আসিফের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড বজলুর রহমান খবর নিশ্চিত করে জানান, ফাতেমা খাতুন নাকে এক নারীর মামলায় আসিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews