বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে।
এদিন সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে এসে শেষ হয়। মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড আক্কাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সনজু, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও এদিন সারাদিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট