1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন কোটাবিরোধীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
সরকারি চাকরিতে কোটা যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে আজও আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন তারা।

দুপুর ১২টার কিছু সময় পর শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসেন। এতে নেতৃত্বে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।এরপর একে একে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে আসছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে তারা গতকাল সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। গতকাল পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে তারা এ দাবি জানান।

তিনি জানান, স্মারকলিপি দেওয়ার পরও এখনো কোনো সাড়া পাননি তারা।তারা আজ রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল ও সমাবেশ করছেন। এ ছাড়া আন্দোলনে আসতে শিক্ষার্থীদের বাধা দিয়েছে ছাত্রলীগ। তারা অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছে। এতে ছাত্রসমাজ আরো বিক্ষুব্ধ।এদিকে, ছাত্রীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক। তিনি বলেন, ইডেন কলেজ ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রীদের ওপর হামলা করেছে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews