কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই দুপুর থেকে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আজ সিদ্ধান্ত হবে। রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাতে তিনি বলেন, আমাদের মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে।যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার (২৪ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে।কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার।গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।