সুপ্রদীপ চাকমার জন্ম ১৯৬১ সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম (১৯৮৫) বিসিএসে (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। তিনি মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও তিনি রাবাত, ব্রাসেলস, আঙ্কারা ও কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে দুই বছর সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয় ২৫ জুলাই, ২০২৩ সালে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট