সৈয়দা রিজওয়ানা হাসান, ১৯৬৮ সালের ১৫ জানুয়ারী, ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃনিবাস হবিগঞ্জ। ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি দেশের একজন প্রখ্যাত আইনজীবী ও পরিবেশবিদ। বর্তমানে বাংলাদেশ পরিবেশ আইনজীবী পরিষদ (বেলা) এর প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির কারণে তিনি ২০০৭ খ্রিষ্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত “পরিবেশ পুরস্কার”- এ ভূষিত হোন। প্রথম বাংলাদেশী হিসেবে ২০০৯ খ্রিষ্টাব্দে পেয়েছেন ‘পরিবেশের নোবেল’ খ্যাত “গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ”। এছাড়াও তিনি ২০১২ সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচ্য ফিলিপাইনভিত্তিক রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট