১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণকরেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবি.বিএস সম্পন্ন করেন।
২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মনোচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লেখালেখির সাথেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট