শুক্রবার (২০ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সাত জনকে উদ্ধার করেছে।
তিনি বলেন, ভবনটির চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে।
এর আগে আজ সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে।


 
																
								
                                    
									
                                 
							
							 
                    







 
												 
												 
												 
												






