 
																
								
                                    
									
                                 
							
														আজ ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার সকাল এগারোটায় গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ও হেমপেল ফাউন্ডেশন এর সহযোগিতায় ঢাকার হোটেল সারিনাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এমপাওয়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্পের বেইজলাইন সার্ভে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুল হাকিম, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (আইএমডি) লুৎফুর রহমান, পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মাহবুবুর রহমান বিল্লাহ, পরিচালক (অর্থ) ড. মো: আতাউল গনি, পরিচালক (উপবৃত্তি) মীর্জা মো: হাসান খসরু, উপ-পরিচালক ফরহাদ আলম, সেভ দ্য চিলড্রেন এর শিক্ষা পরিচালক মেহেরুন্নাহার স্বপনা এবং প্রকল্প পরিচালক শাহীন ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক শাহ্ শামীম আহমেদ ইসিই প্রকল্পের বেইজলাইন সার্ভে ফাইন্ডিংস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের শিক্ষা অফিসার মো: মুজিবুর রহমান রেমেডিয়াল এডুকেশন পাইলটিং প্রোগ্রাম প্রি-পোস্ট অ্যাসেসমেন্ট রেজাল্ট শেয়ারিং করেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাস।
গবেষণালব্ধ ফলাফল ও সুপারিশ সর্বোপরি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যক্রমকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে বলে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেভ দ্য চিলড্রেন, ইএসডিও এবং গণসাক্ষরতা অভিযানের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট