1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের  ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
ঢোলের জাদুকর খ্যাত একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এদিন সকাল ১০টায় বিনয়বাঁশীর সমাধী ও প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও শিল্পীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস এর উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু। অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, শিল্পী পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিনয়বাঁশী শুধু একজন ব্যক্তি নন, তিনি সময় আর কালের উর্ধে। তাঁর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যেতে পারলেই সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম, আর সম্মানিত হবো আমরা।
আমরা যত বেশি সংস্কৃতি চর্চ্চায় আগামী প্রজন্মকে সম্পৃক্ত করতে পারবো, ততই  শুদ্ধতম মুগ্ধতার আলোকবর্তিতা ছড়িয়ে পড়বে সমাজে।”
এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক ও সংগঠক সত্যপ্রিয় শীল,
সাংবাদিক ও সংস্কৃতিকর্মী সবুজ ভদ্র (অরণ্য),
কোষাধ্যক্ষ কালীপদ দাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এসকান্দর, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদূল কান্তি দে, নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ, প্রীতি দাস, পিন্টু দাশ, বর্ষা দাশ, পুষ্পিতা দাশ, অদিতি দাশ, সুপ্রিয়া দাশ, নন্দিনী দাস, মোহিনী দাশ, নিকাশ দাশ, অর্পণ দাশ প্রমূখ।
সভায় বক্তারা বলেন – বিনয়বাঁশী ক্ষণজন্মা পুরুষ, তাঁর জন্মে আমরা গর্বিত, তিনি জাতির শ্রেষ্ঠ সম্পদ।
এই সম্পদকে সঠিক ভাবে মূল্যায়ন ও পরিচর্যা করতে হবে, তবেই জাতি ও দেশ সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews