বৃহস্পতিবার (১০ এপ্রিল) বগুড়ার সোনাতলায় সাতটি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সাত কেন্দ্রের মধ্যে সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (কেন্দ্র:৪৪৩-এ) ৭৯২ জন। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র:৪৪৪-বি) ৯২৮ জন। মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র:৪৪৫-সি) ৮২৩ জন। শেখাহাতী ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র:৪৪৬-ডি) ৪১৯ জন। সোনাতলা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে (কেন্দ্র:৩৩২) দাখিল পরীক্ষার্থী ২৪৮ জন। বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (এসএসসি ভোকেশনাল) ২৪৭ জন ও সুখানপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (এসএসসি ভোকেশনাল) ১৭৩ জন মোট ৩,৬৩০ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনে সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ জন, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ জন,মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন, সোনাতলা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৫ জন, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (এসএসসি ভোকেশনাল) ৪ জন ও সুখানপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (এসএসসি ভোকেশনাল) ২ জন সহ মোট ২৩ জন অনুপস্থিত ছিলো বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক,থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম জানান কেন্দ্রগুলোতে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট