1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

রায়পুরের সাবেক এমপির স্ত্রী সেলিনা ইসলাম গুলশানে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
সেলিনা ইসলাম হলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে চারজনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই মামলায় পাপুল, সেলিনা ইসলাম, তাঁদের মেয়ে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন প্রধানের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত একটি মামলা রয়েছে, যা দুদক দায়ের করেছে। পাশাপাশি, রাজনৈতিক আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো হত্যা মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, ২০২০ সালের ১১ নভেম্বর এই চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর আগেই, ২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতে নিজ বাসা থেকে মানব পাচার ও অর্থপাচারের অভিযোগে আটক হন পাপুল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ২৮ জানুয়ারি তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। একইসঙ্গে, তাঁকে প্রায় ৫৩ কোটি টাকার সমপরিমাণ ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়। সেই থেকে তিনি কুয়েতের কারাগারে বন্দি রয়েছেন।
সেলিনা ইসলামের গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুর্নীতিবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও আবারও নজরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews