‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আজ ১০ মে শনিবার সোনাতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে দুপুরে প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েতুর রশীদ এতে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সাজু আহম্মেদ,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ শফিউল ইসলাম,মোঃ রেজাউল করিম,শিক্ষক শেখ মোহাম্মদ বাদশা মিয়া ও ফজলে রাব্বী প্রমুখ। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট