দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরন পাবনা’র আয়োজনে ‘রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় পাবনা শহরের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় উত্তরণ কেন্দ্রীয় কার্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোঙর সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, গবেষক ও কথাসাহিত্যিক অধ্যাপক হাসানুজ্জামান এবং প্রধান অতিথি ছিলেন উত্তরণ পাবনার উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কথা সাহিত্যিক অধ্যাপক আখতার জামান।
উত্তরণ পাবনা’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার, বাচিকশিল্পী ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উত্তরণ উপদেষ্টা এস এম ল্যাবরেটরীজের স্বত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক ও বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আজকের পত্রিকার সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, রিভারাইন পিপল- পাবনা জেলা শাখার সভাপতি ও নদী গবেষক কবি ড. মনসুর আলম, সাপ্তাহিক বাশঁপত্রের প্রকাশক এবং প্রধান নির্বাহী সম্পাদক রাজিউন রহমান রুমি, ছড়াকার, চলচ্চিত্রকার ও গবেষক দেওয়ান বাদল, শিক্ষাবিদ ড. আব্দুর রউফ, শাম্মী আক্তার স্মৃতি, কবি ও ছড়াকার মোহাম্মদ মহসিন আলী, কবি ও সংগঠক রেহানা শিল্পী, কবি সাধন কুন্ডু, কবি ও কণ্ঠশিল্পী যাযাবর জিয়া, কবি ওয়াজেদ বিশ্বাস, কবি ইদরিস আলী মধু, উত্তরণ পাবনার সাবেক সাধারণ সম্পাদক কবি ও বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম, কবি ও বাচিক শিল্পী সাইফুল কামাল, উত্তরণ সদস্য এটিএম ফজলুল করিম, মহীয়সী সাহিত্য ও পাঠচক্রের সিনিয়র সহ-সভাপতি কবি কথা হাসনাত, কবি বিজুরী ইসলাম, সাংস্কৃতিক কর্মী সেলিমা সুলতানা, কবি ও কণ্ঠশিল্পী শামীমা সীমা, তারুণ্যের অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, নৃত্য প্রশিক্ষক সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক সুমন আলী, সদস্য মেহেদী হাসান, উত্তরণ পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সদস্য কন্ঠশিল্পী নমিতা রায়, সুলতান মাহমুদ, সামসুল আলম, আহমেদ শাকিল, খুদে আবৃত্তিকার তাসনিম নাওয়ার শ্রেয়শী, উত্তরণ পাবনার সহপ্রচার সম্পাদক কণ্ঠশিল্পী রজনী আক্তার প্রমূখ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান কবিতা পরিবেশন ও তাদের সাহিত্যকর্মের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট