তিনি লেখেন, মে মাসের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।দ্বিতীয় পূর্বাভাসে উল্লেখ করেছিলাম যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি মে মাসের ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর নাম দেওয়া হবে শক্তি।
এই ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মের মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে আঘাত করতে পারে।
একই সপ্তাহে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।পলাশ বলেন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে, সেই ঘূর্ণিঝড়টি কোন স্থানের উপকূলে আঘাত হানবে ও শক্তি কেমন হবে, তা নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তার ওপরে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে, সেই ঘূর্ণিঝড়টির ১ থেকে ২ দিন পূর্বেই যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায়, তবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি কিছুটা বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া পূর্বাভাসের মডেলগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মের মধ্যে উপকূলে আঘাত করার আশঙ্কা বেশি।