নানা আয়োজনে রোববার (৫ অক্টোবর) সোনাতলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সোনাতলা পৌরসভায় গিয়ে মিলিত হয়। পরে পৌর অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক রুহুল আমিন রঞ্জুর সঞ্চালনায় অতিথিদের ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সোনাতলা উপজেলা কমিটির সভাপতি একেএম আহসানুল মোমেনীন সোহেল,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপাধ্যক্ষ শাহ জালাল,প্রভাষক মোত্তালিব হোসেন,শিক্ষক আহসান কবির,শরিফুল ইসলাম ও তারাজুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল ইসলাম, অধ্যক্ষ ছাইদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম,শিক্ষক আব্দুর রশিদ,ইন্তেজার রহমান বেপারী,শফিকুল ইসলাম মোকাররম হোসেন,দেলোয়ার হোসেন,মোনারুল ইসলাম ও আব্দুল হান্নান-সহ অনেকে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট