আদিম সুখের অন্বেষণ
-মনিকা রায়
.
আমি পলাতক গোছের মানুষ,
মাঝে মাঝেই পালাই, আমার থেকে,
তোমার থেকে, তোমাদের থেকে……
অপেক্ষা করি মনখারাপের।
অন্ধকার রাতে যখন দেখি
শিকারী সবুজ চোখ, যারা কিনা,
বা বলা ভালো যে কিনা বড্ডো রোমাঞ্চ প্রিয়…….
আসছে, গুটি গুটি পায়ে,
তখন পালিয়ে থাকা পলাতক মন সাড়া দেয়।
অবাক হয়ে দেখি, সবাই সমান।
সাদা, কালো, সবুজ, নীল মুখোশের আড়ালে
সেই গহীন অরণ্যে ভ্রমণ পিয়াস,
আদিম গুহার গায়ে আঁকা
প্রাচীন চিত্রপিপাসু।
ঝর্ণাজলের শাড়ি পড়ে আমি এলোচুলে আসি,
সবুজ জোড়া চোখের আদিম ক্ষিদে মিটাতে।
খুঁজি সেই উদ্দামতা,
যার জন্য অনন্ত অপেক্ষা।
অর্ধনারীশ্বরের কাছে ম্রিয়মান
জোড়া সবজে আদিম চোখ।।