বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আজ (০৯ নভেম্বর ২০২৫) জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনাব মাসুম আলী বেগ, উপপরিচালক, স্থানীয় সরকার, বগুড়া। তিনি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয় করার মাধ্যমে স্থানীয় জনসাধারণের বিচারিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), বগুড়া। সভায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন জনাব তাসওয়ার তানজামুল হক, সহকারী পরিচালক, স্থানীয় সরকার, বগুড়া। এসময় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক জনাব মোঃ আহসান হাবীব নয়ন বগুড়া জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারীবৃন্দসহ জেলার ০৫ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও ১০৪ টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট