বগুড়ার সোনাতলায় বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ বিক্রয়লব্ধ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার রাতে বিশেষ অভিযানে সোনাতলা থানার এসআই শিমুলের নেতৃত্বে আভিযানিক একটি টিম সোনাতলা থানাধীন গড়ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রথমে মোঃ রাহুল ইসলাম অন্তর শেখ (২৮), পিতা- মোঃ আক্তার শেখ, সাং- গড়ফতেপুর মধ্যপাড়া, তার বসতবাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহরিয়ার আহমেদ জয় (২৬), পিতা- মোঃ জিল্লুর রহমান, সাং- গড়ফতেপুর, থানা- সোনাতলা, এর নিকট থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৩,৫৯০ টাকা উদ্ধার করা হয়।
মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩,৫৯০ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সোনাতলা উপজেলার পৌর এলাকাসহ প্রতিটি গ্রামে মাদকের ব্যাপকতার সাথে সাথে মাদকসেবীর সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় অভিভাবকসহ সচেতন মহল আতঙ্কিত হয়ে পরেছে। মাদক প্রতিরোধে ইতিমধ্যে সোনাতলা নাগরিক কমিটি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও নাগরিক কমিটি উদ্যোগে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে নাগরিক কমিটি।

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট